আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের ইন্তেকাল

চট্টগ্রামে শোকের ছায়া

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন গতকাল সকাল ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা গতকাল বা’দে এশা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা জুলুস ময়দানে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বাংলাদেশে সফররত দরবারে আলিয়া কাদেরিয়ার সাজ্জাদানশীন, হুযুর কেবলা, আওলাদে রসূল (.) পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.)। উপস্থিত ছিলেন সাহেবজাদা, আওলাদে রসূল (.) সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.)

জানাজায় আরও শরীক হন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান, আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, আনজুমান সদস্যবৃন্দ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার চেয়ারম্যান আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রেজভীসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী, দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের মোতোয়াল্লী কামাল উদ্দিন চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, গাউসিয়া কমিটির সদস্যবৃন্দ, অসংখ্য ওলামায়ে কেরাম এবং মুসল্লী। জানাযা শেষে মরহুমের পিতা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রা.)’র প্রধান খলিফা, আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ আলকাদেরীর কবরের পাশে তাঁকে চির নিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব মুহাম্মদ মহসিন ১৯৭৯ সাল থেকে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। তিনি ৩৯তম আওলাদে রসূল (.), হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রা.)’র একনিষ্ঠ মুরিদ ছিলেন এবং বর্তমান সাজ্জাদানশীন এ দরবারে আলিয়া কাদেরিয়ার খাদেম হিসেবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে গেছেন।

আলহাজ্ব মুহাম্মদ মহসিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, দরবারে আলিয়া কাদেরিয়ার সাজ্জাদানশীন, আওলাদে রসূল (.) হুযূর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (মা. জি.), আওলাদে রসূল (.) সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.), সাহেবজাদা আওলাদে রসূল (.) সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.) সহ আওলাদগণ। আরো শোক প্রকাশ করেছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান, আনজুমানএ আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ কর্মকর্তা ও সদস্যগণ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ঢাকা মুহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, চন্দ্রঘোনাস্থ মাদরাসাএ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া, হালিশহরস্থ মাদরাসাএ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া, কঙবাজার মাদরাসাএ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া, আনজুমান রিসার্চ সেন্টারসহ ট্রাস্ট পরিচালিত অনেক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা।

আলহাজ্ব মোহাম্মদ মহসিনের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেনচট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, শাহ সুফি আমানত খান (রহ.) দরবারের শাহজাদা সৈয়দ মোহাম্মদ খাজা বেলায়েত উল্লাহ খান আল হাসানী (মজিআ), মাইজভাণ্ডার দরবারের হাদী মঞ্জিলের সাজ্জাদানশীন মঈনুল কবির মাইজভাণ্ডারী, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন ও মহাসচিব স উ ম সামাদ, সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদশীন সৈয়দ মছিহুদ্দৌলা, ওএসি সভাপতি হাফেজ সোলাইমান আনসারী ও সাধারণ সম্পাদক কাজী মুঈনুদ্দিন আশরাফী, জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, বেতাগী দরবারের সাজ্জাদানশীন গোলামুর রহমান আশরফ শাহ, আল আমিন হাশেমী দরবারের সাজ্জাদানশীন ছাদেকুর রহমান হাশেমী, হিজরি নববর্ষের এনামুল হক ছিদ্দিকী প্রমুখ। পৃথক বিবৃতিতে তারা গভীর শোক এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধতিন মাসেই কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় ৩ হাজার
পরবর্তী নিবন্ধলোহাগাড়া থানা হেফাজত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার