আনজুমান ট্রাস্টের মাহে রমজানের স্বাগত র‌্যালি আজ

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রামের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান১৪৪৬ হিজরির আগমন উপলক্ষে স্বাগত র‌্যালি আজ বিকেল ৪টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্‌ জাতীয় মসজিদ প্রাঙ্গন হতে শুরু হবে।

এটি আলমাস মোড় (ডানে) কাজীর দেউড়ী মোড (বামে) হয়ে সরাসরি জামাল খাঁন মোড় (ডানে) চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত হবে। র‌্যালিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহাগর আওতাধীন ১৭টি থানার আহবায়ক কমিটি হতে (প্রতিটি থানা) ১০ জন করে মোট ১৭০ জন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন এবং স্ব স্ব আইডি কার্ড স্বেচছাসেবক আইডি কার্ড হিসেবে ব্যবহূত হবে। র‌্যালিতে সর্বস্তরের মুসলিম উম্মাহ, আনজুমান ট্রাস্টের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশের আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ চট্টগ্রাম মহানগর তাওতাধীন থানা (নবগঠিত আহবায়ক কমিটি), ওয়ার্ড, ইউনিট এবং উত্তর ও দক্ষিণ জেলার আওতাধীন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সদস্যবৃন্দ ও পীরভাইদেরকে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পাচার্য জয়নুল আবেদীন স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপিত