আনজুমান ট্রাস্টের নির্বাহী কমিটির শূন্যপদ পূরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

দেশের অন্যতম বৃহত্তম দ্বীনি ও অরাজনৈতিক সংস্থা আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নির্বাহী কমিটির শূন্যপদগুলো পূরণ করা হয়েছে।

আনজুমান ট্রাস্টের এঙিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসুল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, পীরএ বাঙ্গাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.) শূন্যপদগুলো পূরণ করেন। এবারের জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.) উপলক্ষে বাংলাদেশ সফরের শেষদিকে তিনি নতুন সদস্যদের নিয়োগ দেন।

আনজুমান ট্রাস্টের কেবিনেট মেম্বার হিসেবে নিয়োগ পেয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ ও গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হোসেন খোকন। নবনিযুক্ত কার্যনির্বাহী সদস্যগণ হলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্‌রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সাইফুল আলম, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, আনজুমান ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারি (পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট) মরহুম আবু মোহাম্মদ তবিবুল আলমের সন্তান মাহমুদ নেওয়াজ, দুবাই গাউসিয়া কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফরিদুল আলম, সহঅর্থ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল করিম, পাঁচলাইশ গাউসিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, মরহুম নুরুল ইসলামের সন্তান এবং কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য মুহাম্মদ ইলিয়াছ। আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে নতুন কার্যনির্বাহী সদস্যভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধএখন থেকেই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ থাকা উচিত : খসরু