কুমিরাঘোনা আখতরাবাদে আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে আনজুমনে ইত্তেহাদ রেয়াজুদ্দিন বাজার স্বেচ্ছাসেবক শাখার এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাদ এশা ধনিয়ালাপাড়াস্থ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)। আনজুমনে ইত্তেহাদ রেয়াজুদ্দিন বাজার শাখার সভাপতি ব্যবসায়ী নুরুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ মিয়া। মোহাম্মদ কামাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মজলিসুল ওলামা’র মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী, আহমদ কবির, মুহাম্মদ আনিছুর রহমান, আবুল মনসুর প্রমুখ। সম্মানিত অতিথি ছিলেন মাওলানা কাজী ফজলুর রহমান, অধ্যাপক শফিউর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, জানে আলম, রফিক খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।