আন নিসা একাডেমির নবীন বরণ অনুষ্ঠান

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৮ অপরাহ্ণ

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন নিসা একাডেমির নবীন বরণ অনুষ্ঠান। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত মাদরাসা ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আন নিসা একাডেমির কোচেয়ারম্যান ইয়াসমিন আলম। বিশেষ অতিথি ছিলেন তাওহিদুল উম্মাহ মাদরাসার ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ও হাফেজ নুর উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে ইয়াসমিন আলম বলেন, নারীদের ধর্মীয় ও আধুনিক শিক্ষার মাধ্যমে এ সমাজকে আলোকিত ও নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক উপহার দেওয়া সম্ভব।

নারীরা শিক্ষায় এগিয়ে না গেলে দেশ পিছিয়ে পড়বে। সভাপতির বক্তব্যে আন নিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন, আজকে নবীন বরণ অনুষ্ঠানে নতুন নতুন কুড়িদের আগমন ঘটেছে তাদের অনেকের প্রাতিষ্ঠানিক পড়ালেখা আজ থেকে শুরু হচ্ছে।

এই দিনটি তাদের কাছে স্মরণীয় করে রাখতে আজকের এই আয়োজন। অনুষ্ঠানে নবীনদের মানপত্র পাঠ করে ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার তুলে দেন শিক্ষিকারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুসাব্বির হত্যাকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ
পরবর্তী নিবন্ধমাওলা আলী স্মরণে জিকরে আলী (রা.) আলোচনা সভা