আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাসস্থান নিশ্চিতের আহ্বান

সিডিএতে বিশ্ব বসতি দিবস উদযাপন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

নানা আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন করেছে। ১৯৮৬ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে।

গতকাল সোমবার জাতিসংঘের বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিডিএ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য হলো ‘আরবান ক্রাইসিস রেসপন্স’, এর ভাবানুবাদ করা হয়েছে ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সারা’।

এরপর সিডিএ হল রুমে আলোচনা সভা ও তরুণ পেশাজীবীদের পরিবেশনায় সেমিনারের আয়োজন করে সিডিএ। সিডিএ’র এবারের লক্ষ্য থাকবে ‘বিল্ডিং কোড অনুসরণ করি, পরিকল্পিত নগর গড়ি’।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সিডিএ সিস্টেম এনালিস্ট মো. মোস্তফা জামালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সিডিএ’র সাবেক নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহীনুল ইসলাম খান, সিডিএ বোর্ড সদস্য স্থপতি জেরিনা হোসেন, প্রকৌশলী শাখাওয়াত হোসেন, স্থপতি ফারুক আহমদ, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, প্রকৌশলী জাকির হোসেন, সিডিএ’র স্থায়ী সদস্য প্রকৌশলী মো. জামিলুল রহমান, আইবিএ ফজলে রানা। এছাড়াও রিহ্যাব, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ চট্টগ্রাম জোন, গণপূর্ত বিভাগের চট্টগ্রামের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীরা অংশ নেন।

সেমিনারে সাবেক নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহীনুল ইসলাম খান ‘টেকসই বাংলাদেশ নির্মাণে চট্টগ্রামের ভূমিকা : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে বক্তারা বলেন, চট্টগ্রামের মানুষের বাসস্থান নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিডিএ। সকল মানুষকে গৃহহীনতার অভিশাপ থেকে মুক্ত করার যে প্রত্যয় গ্রহণ করেছেন তা বাস্তবায়নে সিডিএ কাজ করে যাবে।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন বলেন, যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণের পূর্বে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। টেকসই নগর গড়ে তোলার জন্য যথাযথ ড্রেনেজ সিস্টেম, সবুজায়ন, পানি সরবরাহ ব্যবস্থা, রাস্তাঘাট, পার্ক ও বিনোদনের জন্য এলাকা নির্ধারণ করা জরুরি। পরিকল্পনা প্রণয়নে ব্যর্থ হচ্ছি। নিয়মও মানছি না, যেটাই মূল সমস্যা। সমন্বয়ের অভাবে আমরা সবকিছুতে পিছিয়ে যাচ্ছি। তিনি বলেন, বাসস্থান মানুষের অন্যতম মৌলিক অধিকার। তাই চট্টগ্রামে বসবাসরত সর্বস্তরের জনসাধরণের জন্য সুলভমূল্যে এবং পর্যাপ্ত সুযোগসুবিধা সম্পন্ন বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে তিনি সিডিএ’র প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম বলেন, সুন্দর চট্টগ্রাম গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। আজকের সেমিনারে শিক্ষানীয় বিষয়গুলো ফুটে উঠেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক নুর উদ্দিন আহমেদ, সিডিএ সচিব রবীন্দ্র চাকমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, মোহা. মনজুর হাসান, প্রধান প্রকৌশলী হাসান বিন শামস, নগর পরিকল্পনাবিদ আবু ঈশা আনচারী, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, মাহফুজুর রহমান, মো. মাঈনুদ্দীন, এস্টেট অফিসার আলমগীর খান, সাদেকুর রহমানসহ সিডিএ সকল কর্মকর্তাকর্মচারীরা।

পূর্ববর্তী নিবন্ধ৯৯৯-এ চালকের ফোন, ছাড়া পেল অপহৃত যুবক
পরবর্তী নিবন্ধআগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে