কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি ভাষায় দক্ষতা ও কম্পিউটার জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হবার পাশাপাশি এই দুটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম চলমান আছে ও প্রযুক্তি শিক্ষার জন্য পটিয়ায় ইতোমধ্যে খলিলুর রহমান সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর দ্বারা পটিয়াবাসী উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শনিবার দুপুরে পটিয়ায় খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ফোরকানের সভাপতিত্বে ও অধ্যাপক অভিজিৎ বডুয়া মানু, অধ্যাপক সেলিনা আক্তার ও অধ্যাপক ভগীরথ দাশের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যাপক মিসেস সাদিয়া রহমান, কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মেজবাহ উল ইসলাম, মিসেস নিলুফার আক্তার, মু. সাইফুদ্দিন, শ্যামল ত্রিপাটি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ দেলোয়োর হোসেন, উপাধ্যক্ষ হাসিনা খানম, সাবেক অধ্যক্ষ আবু তৈয়ব, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক জাহিদুর রহমান, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক এ.কে.এম.শামসুদ্দিন, অধ্যাপক ফাতেমা তৈয়বা, অধ্যাপক রুবি বিশ্বাস, অধ্যাপক এমরান মাহমুদ, কেডিএস গ্রুপের কোম্পানি সেক্রেটারি রুম্মান শামসী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক, শিশু নিকেতনের প্রধান ছোটন নাথ, কলেজ শিক্ষার্থী আলিফ চৌধুরী, জান্নাত আক্তার, আসপ্রিয়া তাজি, তরজুমান আক্তার রিয়া, মুশফিকা করিম, এলি আক্তার, সৃষ্টি চক্রবর্তী প্রমুখ। পরে প্রধান অতিথি অনুষ্ঠানে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে অধ্যাপক বিপ্লব বসুর সঞ্চালনায় টিভি ও বেতার শিল্পী অধ্যাপক পিন্টু ঘোষের নির্দেশনায় কলেজ শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অতিথি শিল্পী হেলাল উদ্দিন ও অথৈ বৃষ্টি পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












