রাউজান পৌরসভার পক্ষে এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানকে আমার মনের মত সাজিয়েছি। এখন নাগরিকদের ভোগান্তিমুক্ত সেবাদান ও উন্নয়নের মাধ্যমে দেশ সেরা পৌরসভার প্রতিষ্ঠার জন্য জমির উদ্দিন পারভেজকে দায়িত্ব দিয়েছি। ইতিমধ্যে নাগরিকরা এর সুফল দেখতে পাচ্ছে। তিনি বলেন আধুনিক পৌরসভার গড়তে নাগরিকদের নিয়মিত পৌরকর পরিশোধ করতে হবে। মুজিববর্ষে পৌর মেয়র ঘোষণা করেছেন ৩১ ডিসেম্বরের মধ্যে হোল্ডিং ট্যাক্স প্রদাকারীদের লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করবে। এই সুযোগ সকলেই গ্রহণ করার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার রাউজান পৌরসভার কার্যালয়ের সামনের মাঠে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদল্লাহ আল হারুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, আলমগীর আলী, শওকত হাসান চৌধুরী, আজাদ হোসেন, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, পৌরসভার প্রকৌশলী প্রবীর দাশ, সচিব অনিল চন্দ্র ত্রিপুরা ও ইউপি চেয়ারম্যানগণ। এর আগে সাংসদ পৌরসভার সুপার মার্কেটের নির্মান কাজের ভিত্তিস্থাপন করেন।