আধুনগরে ডলু খালে ভয়াবহ ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

তিন শতাধিক বসতঘর বিলীন হওয়ার আশংকা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে লোহাগাড়ার আধুনগরে ডলু খালে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে ঢুকছে পানি। গতকাল সোমবার সকালে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরদানী পাড়ায় এই ভাঙ্গন দেখা দেয়। বৃষ্টি অব্যাহত থাকলে খালের পানি বৃদ্ধি ফেলে বিলীন হয়ে যেতে পারে প্রায় ৩ শতাধিক বসতঘর। পানিতে তলিয়ে যাওয়ার আশংকায় নির্ঘুম রাত যাপন করছেন বসতঘরের লোকজন।

জানা যায়, আধুনগর সরদানী পাড়ায় ডলু খালের পাড় ঘেষা গারাঙ্গিয়া রশিদিয়া সড়কে এই ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। আধুনগর বাজার হতে মছদিয়া হয়ে গারাঙ্গিয়ার আলুরঘাট পর্যন্ত এই সড়ক বিস্তৃত। এই সড়ক দিয়ে প্রতিদিন সওদাগর পাড়া, সিপাহী পাড়া ও মছদিয়া বড়ুয়া পাড়ার প্রায় ৫৬ হাজার লোকজন যাতায়াত করেন। এছাড়াও মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়, আধুনগর উচ্চ বিদ্যালয়, গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয় ও আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্‌রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। চলতি সনের ২৮ জুন কয়েকদিনের টানা বর্ষণে সড়কের ওই স্থানে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেঙ্গে যাওয়ার স্থানে মেরামত করার উদ্যোগ নেয়। অনেক মালামালও ভাঙ্গন স্থানে মজুদ করা হয়েছে। কিন্তু বিভিন্ন সময় বৃষ্টি ও দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভাঙ্গন এলাকা সংস্কার করা সম্ভব হয়নি। ফলে কয়েকদিনের টানা বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পেয়ে ভাঙ্গন এলাকা দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। পানিতে নিমিজ্জিত হয়ে নষ্ট হচ্ছে প্রায় ৫০ কানি ধান ক্ষেত। গতকাল সোমবার বিকেলে সরেজিমেন দেখা যায়, টানা বৃষ্টির ফলে খালের পানি বেড়ে যাওয়ায় সরদানী পাড়া এলাকায় প্রায় ৬০ মিটার ভয়াবহ ভাঙ্গন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। ভাঙ্গনের ফলে ওই সড়ক দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবে সরদানী পাড়াসহ আশপাশের এলাকার লোকজন। স্থানীয় মোরশেদ আলম জানান, বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডলুর পানি ঢুকে সরদানী পাড়া ও বড়ুয়া পাড়া প্লাবিত হচ্ছে। এভাবে পানি ঢুকতে থাকলে বহু বসতঘর বিলীন হয়ে যেতে পারে। এতে আতংকের মধ্যে রয়েছেন এলাকাবাসী। তাই পানি কমে গেলে দ্রুত ডলুর ভাঙ্গন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, টানা বৃষ্টির কারণে খালে পানি বেড়ে যাওয়ায় ডলু খালে গারাঙ্গিয়া রশিদিয়া সড়কের সরদানী পাড়ায় ভয়াবহ ভাঙ্গন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে প্লাবিত হচ্ছে সরদানী পাড়াসহ আশপাশের এলাকার প্রায় ৩ শতাধিক বসতঘর। পানি কমে গেলে গারাঙ্গিয়া রশিদিয়া সড়কের সরদানী পাড়ায় ডলু খালের ভাঙ্গন এলাকা দ্রুত সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধবৃষ্টির সাথে পূর্ণিমার জো, রাউজানে বন্যা পরিস্থিতি