শ্রীশ্রী কালী দেবীর বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আধুনগর পালপাড়াস্থ শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে আজ থেকে তিনদিন ব্যাপী তারকাব্রহ্ম নাম সংকীর্ত্তনের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার ব্রাহ্মমূহুর্তে মাঙ্গলিক শংখ ধ্বনির মাধ্যমে আনুষ্ঠানের সূচনা হবে। এতে পৌরোহিত্য করবেন বৈষ্ণব সাক্ষী গোপাল কৃষ্ণ দাশ, ১৯ জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মমুহূর্তে শ্রীশ্রী হরিনাম মহানামযজ্ঞের শুভারম্ভ। ২১ জানুয়ারি বৃহস্পতিবার ঊষালগ্নে শ্রীশ্রী মহানামযজ্ঞের পূর্ণাহুতি। প্রেস বিজ্ঞপ্তি।