গাজীপুরের সীমান্তবর্তী এলাকা টঙ্গী। সেখানকার আলো-বাতাসে বেড়ে উঠেছেন যুবরাজ শামীম। প্রায় সব অলিগলি তার চেনা। শুধু একটি এলাকায় যাওয়া হয়নি। ব্যাংক মাঠ বস্তি। সেখানে সমাজের অবহেলিত, কথিত নিম্নশ্রেণীর মানুষের বসবাস কিনা তাই। অথচ এই বস্তিতে সিনেমা বানিয়েই তিনি জয় করলেন মস্কো! যে ঢালিউডে এখন শত কোটি টাকা বাজেটের গল্পও শোনা যায়, সেই বাজারে টঙ্গী থেকে মস্কো জয় করতে যুবরাজ শামীমের খরচ হয়েছে মাত্র ১৫ লাখ টাকা! যে টাকা যোগান দিয়েছেন ৫১ জন সিনেমাপ্রাণ মানুষ। দিন কয়েক আগে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে সিলভার জর্জ অ্যাওয়ার্ড (স্পেশাল জুরি অ্যাওয়ার্ড) এবং নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড পেয়েছে যুবরাজ শামীম নির্মিত সিনেমা ‘আদিম’। দেশের সিনেমার জন্য নিঃসন্দেহে এটি একটি বড় অর্জন। মস্কো জয় করে দেশে ফেরার পর নিজের অনুভূতি ও ‘আদিম’ জার্নির গল্প শুনিয়েছেন যুবরাজ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। তাকে সঙ্গ দিয়েছেন ‘আদিম’ সিনেমার অভিনেত্রী সোহাগী, অভিনেতা দুলাল মিয়া ও চিত্রগ্রাহক আমির হামযা। ‘আদিম’ যুবরাজের প্রথম সিনেমা। সুতরাং তার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিলো বটে। মজার ব্যাপার হলো, এই সিনেমার চিত্রগ্রাহক এবং অভিনয়শিল্পীরাও একেবারে আনাড়ি। ফলে ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে শামীমকেই সবকিছু এগিয়ে নিতে হয়েছিলো।