‘মানবিক সৌন্দর্যের জন্য কবিতা’ ‘শান্তির পৃথিবী চাই’ ‘শুদ্ধাচারী স্বদেশ চাই’ এসব স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ রাইটার্স ক্লাব ও কবিতা বাংলার আয়োজনে এবং দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে কক্সবাজারে আগত দেশি–বিদেশি কবিদের কবিতার সাম্পান যাত্রা গতকাল শুক্রবার মহেশখালী চ্যানেলে অনুষ্ঠিত হয়েছে। নৌ বিহার শেষে মহেশখালীর আদিনাথ মন্দির অবস্থিত মৈনাক পর্বতের পাদদেশে বসেছিল দেশি–বিদেশি কবিদের মিলনমেলা।
আন্তর্জাতিক দরিয়ানগর কবিতামেলা উপলক্ষে মহেশখালীতে কবিতার সম্পানযাত্রায় অংশ নিতে নেপাল, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া আমেরিকাসহ বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদার মহেশখালী আগমনে প্রাণবন্ত হয়ে উঠেছিল।
কবি মুহাম্মদ নূরুল হুদার সভাপতিত্বে মহেশখালী আদিনাথ মন্দিরের পাদদেশে অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আন্তর্জাতিক কবিতা মেলার আহ্বায়ক মোহাম্মদ নজিবুল ইসলাম।