আদিতমা

ময়ুখ চৌধুরী | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৯ পূর্বাহ্ণ

আদিমতা বলো আর প্রাকৃতিক বলো
মানুষ সাঁতার কাটে শরীরের লবণাক্ত জলে
পর্বতআরোহী হয় মাংসের স্তবকে।
ঢেউয়ের উপরে ঢেউ উঠে আসে বিপরীতক্রমে
এখনও মানুষ ঘামে প্রেমে আর শ্রমে,
তারপর ক্লান্তি নামে, শস্যের বিরহী কারুকাজে

তবুও হয় না শেষ প্রকৃতির খেলা,
বিষণ্ন উত্থান ছেড়ে
নুড়িখেলা কড়িখেলা
শাদাচুলে কাশফুল খেলা।
বিরতিবিহীন নদী আজও পায় সমুদ্রের দেখা।

শরীরে আগুন রেখে চাঁদ দেয় জোয়ারের আলো
যদিও তোমার
পৃথিবী অনেক দূরে, তবু আজও ভালো।

পূর্ববর্তী নিবন্ধনদীর লিরিক -১৩
পরবর্তী নিবন্ধ১২ ইটভাটা বন্ধ, ১৬ লাখ টাকা জরিমানা