আদালতে বাদীর সাক্ষ্য দিলেন নিহতের স্ত্রী

রাঙ্গুনিয়ায় প্রবাসী ইউসুফ হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলায় আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়ার আদালত এই সাক্ষ্য গ্রহণ করে। মামলার বাদী ও নিহত ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আক্তার স্বামী হত্যার বিষয়ে বলতে গিয়ে অল্প বয়সে বিধবা ও তিন সন্তানকে পিতৃহারা করা এবং হত্যাকারীদের মামলা উঠিয়ে নিতে ক্রমাগত হুমকির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় আদালতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি আদালতে স্বামী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিন আসামিপক্ষ তাকে আংশিক জেরা করলেও পরবর্তীতে সময়ের প্রার্থনা করেন। এই ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী এস ইউ এম নুরুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে ১২ জনের বিরুদ্ধে দেয়া পুলিশের চার্জশিট আদালত আমলে নেয় এবং বিচার প্রক্রিয়া শুরু করে। এর অংশ হিসেবে মামলার বাদী ও নিহতের স্ত্রী শাহিনুর আক্তারের সাক্ষ্য গ্রহণ করা হয়। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী রাষ্ট্র পক্ষের হয়ে আদালতের বিচার প্রক্রিয়ায় অংশ নেন।

সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে এম আবু তৈয়ব তালুকদার দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত প্রার্থী আজগর আলী এতে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি তৈয়বের বড় ভাই প্রবাসী ইউসুফের ওপর হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে আজগর আলীসহ ১২ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশকে এগিয়ে নিতে হলে আবারো নৌকাকে জয়ী করতে হবে
পরবর্তী নিবন্ধপবিত্র কোরআন হাতে জাতিসংঘে যে বক্তব্য দিলেন ইরানি প্রেসিডেন্ট