পুলিশের ত্রুটিপূর্ণ চার্জশিটের ফলে গ্রেপ্তার হয়ে ২২ দিন ধরে কারাভোগ করে আসা নিরপরাধ ফুটবলার সোহেল বড়ুয়াকে মামলার দায় থেকে মুক্তি দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান শুনানি শেষে এই আদেশ দেন।
আদেশে অতি সত্ত্বর সোহেল বড়ুয়াকে মুক্তি দিতে বলা হয়। সেই সাথে আদেশের কপি সংশ্লিষ্ট জেল সুপার বরাবর পাঠানোর নির্দেশও দেওয়া হয়। নিরপরাধ সোহেল বড়ুয়ার আইনজীবী রিগান কান্তি দাশ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কর্ণফুলী থানা পুলিশ ত্রুটিপূর্ণ চার্জশিট দাখিল করায় সোহেল বড়ুয়া,
পিতা–মিলন বড়ুয়ার জায়গায় আমার মক্কেল ফুটবলার সোহেল বড়ুয়া, পিতা–দিলিপ বড়ুয়াকে গত ২৮ জানুয়ারি কারাগারে যেতে হয়। বিষয়টি আমরা আদালতকে অবহিত করি এবং নিরপরাধ সোহেল বড়ুয়াকে মুক্তি দিতে প্রার্থনা জানায়। একপর্যায়ে আদালত প্রকৃত বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে কর্ণফুলী থানাকে তদন্ত
করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। উক্ত নির্দেশনা অনুযায়ী তদন্ত করে সম্প্রতি প্রতিবেদন জমা দেন কর্ণফুলী থানার এসআই মোহাম্মদ আবুল বশর। প্রতিবেদনে বলা হয়, আমার মক্কেল আর প্রকৃত আসামি একই ব্যক্তি নন। একই গ্রামের হলেও তাদের পরিচয় আলাদা। পুলিশের উক্ত তদন্ত প্রতিবেদন
এবং আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে বিচারক নিরপরাধ সোহেল বড়ুয়াকে মামলার দায় হতে মুক্তি দিয়েছেন।
নিরপরাধ ফুটবলার সোহেল বড়ুয়া পুলিশের ভূলে গত ২৮ জানুয়ারী থেকে হাজতবাস করে আসছে উল্লেখ করে এবং প্রতিকার চেয়ে গত ৭ ফেব্রুয়াফা আদালতে আবেদনটি করেন সোহেল বড়ুয়ার আইনজীবী রিগান কান্তি দাশ।