চট্টগ্রাম আদালত ভবনের নিচে পুলিশী হেফাজত থেকে কৌশলে পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে অপরজনকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম আনোয়ার হোসেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের কামাল উদ্দিনের ছেলে। গতকাল দুপুরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন দাউদকান্দি লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল আজাদীকে বলেন, আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে চট্টগ্রাম জেলা, নোয়াখালী জেলা, কুমিল্লা জেলা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় দীর্ঘ ৩০ ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের একপর্যায়ে মুন্সিগঞ্জের গজারিয়া থানার দাউদকান্দি লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকার কাজী ফার্ম’র সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ এপ্রিল সকালে মামলার ধার্য্য তারিখ থাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে অন্য আসামিদের সাথে আনোয়ার হোসেন ও ইকবাল হোসেন নামের দুজনকে আদালতে তোলা হয়। মামলার কার্যক্রম শেষ হলে তাদের আদালত ভবনের নিচে থাকা জেলা কোর্ট হাজতখানায় রাখা হয়। পরে দুপুরের দিকে তাদের ফের কারাগারে নিয়ে যেতে প্রিজন ভ্যানে তোলার জন্য লাইনে দাড় করানো হয়। সেই লাইন থেকেই হাতে থাকা হ্যান্ডকাপ খুলে কৌশলে পালিয়ে যায় মাদক মামলার আসামি আনোয়ার হোসেন ও হত্যা মামলার আসামি ইকবাল হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ তাদের ধরতে নানা জায়গায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে পালিয়ে যাওয়ার দিন মধ্যরাতেই ইকবাল হোসেনকে নগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।