আদালত পাড়ায় প্রতারক আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ১০:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্নজনকে সুদে টাকা ধার দিয়ে পরবর্তীতে তাদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগে এস এম আবছার উদ্দীন নামে এক প্রতারককে আটক করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
গতকাল সোমবার দুপুরে সমিতির দুর্নীতি দমন ও টাউট উচ্ছেদ কমিটির সদস্যরা আদালত পাড়া থেকে তাকে আটক করে। সমিতির তথ্যে জানা যায়, এ প্রতারক বিভিন্নজনকে সুদে টাকা ধার দেয়ার সময় ব্লাঙ্ক চেক নিয়ে থাকে। পরে সেসব চেকে নিজের ইচ্ছেমতো মোটা অঙ্কের টাকার পরিমাণ বসিয়ে ধার নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে থাকে।
এভাবে প্রতারক আবছার বিভিন্ন সময় সুদে টাকা ধার দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসছিল।
জেলা আইনজীবী সমিতি দুর্নীতি দমন ও টাউট উচ্ছেদ কমিটির নেতৃবৃন্দ জানায়, আবছার উদ্দীনের প্রতারণার শিকার হওয়া ৩৮ জন ভুক্তভোগী বিভিন্ন সময় সমিতির কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। দীর্ঘদিন খোঁজার পর অবশেষে সোমবার আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করতে সক্ষম হয় সমিতির সদস্যরা। কোতোয়ালী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ ছুটি না দিয়ে ইসি সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে
পরবর্তী নিবন্ধগাউসিয়তের মিশনে নিবেদিতরা চিরস্মরণীয় হয়ে থাকবেন