আদর্শ সমাজ বিনির্মাণে সিদ্দিকে আকবরের (রা.) জীবনাদর্শই পাথেয়

বেতাগীতে সিদ্দিকে আকবর (রা.) কনফারেন্সে বক্তারা

| বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআত রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়ন পশ্চিম পরিষদ ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রহ) স্মরণে সিদ্দিকে আকবর কনফারেন্স গত ২৩ ডিসেম্বর বেতাগী আস্তানা শরিফে অনুষ্ঠিত হয়। বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশিন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ’র সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফী। তিনি বলেন, দ্বীন ইসলামের পরিপূর্ণ বিকাশে হযরত সিদ্দিকে আকবরের (রা) অবদান ও ত্যাগ অতুলনীয়। তাঁর নবীপ্রেম এবং প্রিয় নবীর (.) প্রতি শর্তহীন আনুগত্য ও ভালোবাসা তাঁকে বিশেষ মর্যাদাময় অবস্থানে উন্নীত করেছে। তিনি আরো বলেন,আদর্শ সমাজ বিনির্মাণ ও গণমুখী কল্যাণ রাষ্ট্র গড়তে হযরত সিদ্দিকে আকবরের (রা.) জীবনাদর্শই আমাদের জন্য পাথেয় স্বরূপ। তিনি বৃহত্তর সুন্নি ঐক্য গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান। আরিফুর রহমান রাশেদ ও শেখ মুহাম্মদ আসিফ হোসাইনের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন হাফেজ আব্দুর রহমান জামী, অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ নূরী, শহিদুল্লাহ বাহাদুর, জসিম উদ্দিন আবেদি, আহমদ করিম নঈমী, হাবিবুর রহমান ফারুক, কাযী হাফিজুর রহমান,অ্যাডভোকেট এম ইকবাল হাসান, মাস্টার মাহমুদুর রহমান মাসুদ প্রমুখ। মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১১ দফা দাবি আদায়ে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম এলুমিনিয়াম শিল্প মালিক সমিতির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ