আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলের (সা.) সীরাত অনুসরণের কোন বিকল্প নেই জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ব্যক্তিগত, পারিবারিক ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আল্লাহর রাসূলের (সা.) সীরাতকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মো. ইউনুসের সভাপতিত্বে ও ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের প্রচার সম্পাদক হাফেজ রশিদ আহমদের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন। প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. এ বি এম মফিজুর রহমান আল–আজহারী।
ওয়ার্ড আমীর আব্দুর রহিম মোল্লার উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া সীরাত মাহফিলে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আমীর মো. ফারুক আযম, কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মো. শহিদুল ইসলাম, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমীর ইমরানুল হক, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আমীর মুজিবুর রহমান, ডবলমুরিং থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকরাম হোসেন জিহাদ, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড সেক্রেটারি আব্দুল কাদির ও কর্মপরিষদ সদস্য রিদওয়ানুল কবির, ওয়ার্ড ও থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।
মাহফিলে বর্তমান অন্তর্র্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য জনতার প্রতি আহ্বান জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, ছাত্র–জনতার ঐতিহাসিক বিজয় যাতে ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে। অন্যায়ের সহযোগিতাকারীদের কোন ছাড় দিবেন না। সকল ধর্মের মানুষ আমাদের প্রতিবেশী, তাদেরকেও রক্ষা করতে হবে। যদি ফ্যাসিস্টরা আবারও দেশে কোন নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে তাদের প্রতিহত করবেন। প্রেস বিজ্ঞপ্তি।