আদর্শ নাগরিক তৈরি করতে আদর্শ মায়ের বিকল্প নেই

দরবার-এ বেতাগী আস্তানার কনফারেন্সে বক্তারা

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

উম্মাহাতুল মু’মেনীন (রা🙂 রহমানিয়া মহিলা পাঠাগারের ব্যবস্থাপনায় ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় উম্মাহাতুল মু’মেনীন মহিলা কনফারেন্স গতকাল রবিবার বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারএ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্‌। সভাপতির বক্তব্যে আল্লামা আশরফ শাহ্‌ বলেন, ইসলামের চরম সংকটপূর্ণ মুহূর্তে হযরত খাদিজা (রা🙂 ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম ও একমাত্র সহায়ক উম্মত। আদর্শ নাগরিক তৈরি করতে আদর্শ মায়ের কোনো বিকল্প নেই।

কনফারেন্স উদ্বোধন করেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা ইলিয়াছ নূরী। মুখ্য আলোচক ছিলেন ঢাকা নারিন্দা দারুল উলুম আহ্‌ছানিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশার। আলোচক ছিলেন মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী, মাওলানা জসিম উদ্দিন আবিদি, আরিফুর রহমান রাশেদ, কুসুম আকতার, তৈয়বুন্নেছা রাবেয়া, মাওলানা এ এফ এম বদরুদ্দীন, আমেনা বেগম, রেহেনা আক্তার ও হোসনে আরা বেগম প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ, বিশ্ববাসী এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্‌। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলচ্চিত্রকার রাজা সেনের হাত ধরে ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা
পরবর্তী নিবন্ধপূজা পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন