আত্মীয়ের লাশ দেখে বাড়ি ফেরা হল না মা-মেয়ের

সীতাকুণ্ডে সিএনজিকে ট্রেনের ধাক্কা গুরুতর আহত পিতা-পুত্রসহ তিনজন

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় একটি সিএনজি টেক্সি দুমড়ে মুচড়ে গিয়ে তাতে থাকা মামেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন সীতাকুণ্ড পৌর সদরের মৌলভীপাড়া গ্রামের বদিউল আলমের স্ত্রী মাকসুদা খাতুন (৪২) ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৫)। এছাড়া আহত হয়েছেন নিহত মাকসুদার স্বামী বদিউল আলম (৪৯) ও তার পুত্র ইমাম হোসেন (২০) এবং চুমকির শিশুপুত্র সাফওয়ান ()

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের আমিরাবাদ গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যান পৌরসভার মৌলভী পাড়ার বাসিন্দা বদিউল আলম ও তার পরিবারের সদস্যরা। দুপুর ১টার দিকে তারা জানাজা শেষ করে একটি সিএনজি টেক্সি নিয়ে বাড়িতে ফিরছিলেন। তাদের সিএনজিটি বাড়ির কাছাকাছি মৌলভী পাড়া রেল ক্রসিং পারাপারের সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে সিএনজি থেকে বাবা বদিউল আলম ও ছেলে ইমাম হোসেন নেমে এসে পেছন থেকে টেক্সিটি ধাক্কা দিয়ে রেললাইন পার করানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু ঢাকামুখী দ্রুতগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি এসে সিএনজি টেক্সিসহ তাদেরকে সজোরে ধাক্কা দিলে টেক্সিটি দুমড়ে মুচড়ে গিয়ে অনেক দূরে ছিটকে পড়ে। এতে বদিউল আলম, তার স্ত্রী মাকসুদা, মেয়ে চুমকি, ছেলে ইমাম এবং চুমকির শিশুপুত্রসহ ৫ জনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে চমেকে স্থানান্তর করেন। চমেকে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মাকসুদা বেগম ও তার মেয়ে চুমকি মারা যান। এছাড়া আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বদিউল আলম, ছেলে ইমাম হোসেন এবং চুমকির শিশুপুত্র সাফওয়ান। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে টেক্সি চালক।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই মো. আশরাফ ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সিএনজি টেক্সি যাত্রী নিয়ে রেল ক্রসিংয়ে উঠে বিকল হয়ে যায়। এ সময় বদিউল আলম ও ছেলে গাড়ি থেকে নেমে ধাক্কিয়ে টেক্সটি পার করতে চেষ্টা করলেও দ্রতগামী মহানগর এক্সপ্রেস তাদেরকে সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

এদিকে জানাজা পড়তে গিয়ে একই পরিবারের এতজন হতাহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধচাকসু নির্বাচনের ডামাডোলে চাপা পড়েছে আহতদের আলোচনা