নগরীতে এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ভুয়া আত্মীয় পরিচয়ে প্রতারণার ছক তৈরি করে জোরপূর্বক কেড়ে নেওয়া হয় স্বর্ণালংকার ও নগদ অর্থ। অভিযোগ পেয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো পম্পি বণিক (২১), বিকাশ রায় (১৯) ও রাজেশ দাস (১৯)। মামলার এজাহারের বরাত দিয়ে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন আজাদীকে বলেন, দেড় মাস আগে স্বর্ণ ব্যবসায়ী তপন কুমার ধরের মোবাইলে ফোন করে ভুয়া আত্মীয়ের পরিচয় দিয়ে যোগাযোগ শুরু করে পম্পি বণিক। পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী হওয়ায় তপনকে এক জোড়া কানের দুল বানিয়ে দেওয়ার জন্য পম্পি তার বাসায় ডাকেন। ঠিকানা অনুযায়ী শনিবার সন্ধ্যা ৭টায় তপন কোতোয়ালী থানাধীন সালাউদ্দিন বিল্ডিংয়ের চতুর্থ তলায় পম্পির বাসায় যান। পম্পি তার দুই সহযোগী বিকাশ ও রাজেশের সহযোগিতায় স্বর্ণ ব্যবসায়ী তপন কুমার ধরের জামা খুলে অশ্লীল ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় তারা তপনের সঙ্গে থাকা স্বর্ণের আংটি ও চেইন কেড়ে নেয়। পরে তপনের অভিযোগের ভিত্তিতে পম্পি ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।