আত্মীয় স্বজনকে আমরা আত্মার সম্পর্ক বলে জানি। সাধারণত রক্তের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পরিবারের সাথে যুক্ত ব্যক্তিদের বুঝি। আত্মীয় স্বজন বলতে রক্তের সম্পর্কে বাবা, মা, ভাই, বোন, চাচা, ফুফু, মামা,খালা, দাদা, দাদী, নানা, নানী, এবং তাদের সন্তানরা যেমন চাচাতো ভাইবোন, ফুফাতো ভাইবোন, মামাতো ভাইবোন সহ সকল আত্মীয় স্বজনরা। তেমনি বৈবাহিক সম্পর্ক শ্বশুর, শাশুড়ি, জামাই, পুত্রবধূ, দেবর, ননদ, শ্যালক–শ্যালিকা, তাদের ছেলে মেয়েরা সহ আত্মীয় স্বজনরা। অন্যান্য সম্পর্ক পাড়া প্রতিবেশী বন্ধু–বান্ধব, যারা ঘনিষ্ঠ এবং আপনজন, তাদেরও আত্মীয়ের মতো সম্মান ও মর্যাদা দেওয়া হয়ে থাকে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের বিপদে আপদে এগিয়ে আসার নামেই আত্মীয়তা। কিন্তু বর্তমান সময়ে দাওয়াত দিয়ে এক বেলা ভালো খাওয়ার নাম যেন আত্মীয়তা হয়ে গেছে। কেন এমন হচ্ছে তার প্রশ্ন খুঁজে পাওয়া বড় কঠিন। আমরা যেমন দিনের পর দিন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তেমনি সামান্য মতপার্থক্য মনোমালিন্যের কারণে সম্পর্কের অবনতি হচ্ছে। তার জন্য আমরা দিনের পর দিন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি।