আত্মার কাছাকাছি যার বাস সেই পরম বন্ধু

শর্মি বড়ুয়া | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বন্ধু ছাড়া কোনো মানুষ ভালভাবে বাঁচতে পারে না। এই বন্ধু নামক শব্দটাতে মিশে আছে যেন পৃথিবীর সব নির্ভরতা। বন্ধু মানে দুটি দেহের একটি প্রাণ। আরেকটু সহজ ভাষায় বলতে গেলে আত্মার কাছাকাছি যার বাস সেই পরম বন্ধু। আমার জীবনেও ঠিক তেমন একজন বন্ধু রয়েছে, সে হলো আমার বর। আমাদের এই দাম্পত্য জীবনে স্বামীস্ত্রীর সম্পর্কের চেয়েও বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি। আমার জীবনে হাজারটা সমস্যা থাকতে পারে, প্রত্যেকে আমায় ভুল বুঝতে পারে, আমাকে ফিরিয়ে দিতে পারে, তবে এই একটা জায়গায় আমার কোনো দিন হতাশ হওয়া লাগে না। আমার অনুভূতি আমার চেয়ে বেশি সে বুঝে, তার সমস্যাও আমি বুঝার চেষ্টা করি। আমরা সবার আগে বন্ধু বলে আমাদের কখনো ফাইনান্সিয়াল ক্রাইসিস, ইমোশনাল ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে আলোচনা করতে সমস্যা হয় না। আমরা কখনো একজন আরেকজনকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগি না। তাই আমাদের ভালোবাসাটা নিত্য আলো ছড়ায় ভিন্ন ভিন্ন রূপে, কখনো মজা, কখনো হাসাহাসি, আবার কখনো খুনসুটি দিয়ে। আমরা একে অপরের যত্ন নিতে ভুলি না। তবে এই সবকিছুর পেছনে একটা ব্যাপার রয়েছে। হুট করে এমন স্বামী স্ত্রীর সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হয় না তার জন্য ধৈর্য্য ধরতে হবে। আর সম্পর্কে বন্ধুত্ব থাকলে এই ধৈর্য্য ধরাটাও সহজ হয়ে যায়। সুতরাং নিজের মনের পাশাপাশি আপনার সেই বন্ধুর প্রতি যত্নশীল হোন। কারণ যে কোনো সম্পর্কই চারাগাছের মত, চারাগাছকে বাঁচিয়ে রাখতে গাছের গোড়ায় প্রতিদিন যেমন পানি ঢালতে হয় ঠিক তেমনি বন্ধুত্বের সম্পর্কটাকে সুন্দর রাখতে হলে রোজ যত্ন নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধক্যাডার বৈষম্য নিরসন করা হোক
পরবর্তী নিবন্ধস্মরণের আবরণে একটি অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা