আত্মার কন্দন নাসিমা শওকত | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ অর্ধেক আত্মা ঝুলছে আকাশের কোন এক কোণায় বাকিটা নিথর দেহ পড়ে আছে গাজার রাস্তায়। বোমার আঘাতে রক্তের মানচিত্র মাঝখানে ঝলসানো মাংস এটা আমারই চিত্র। অনুভবে পাই না কুকুর কিংবা ঈগলের ছোবল , মৃদু আঁছড়ে বুঝে যাই পিপীলিকার আর কেঁচোদের ঠোকর।