আত্মহত্যাই করেন সালমান শাহ : আদালত

পিবিআইয়ের প্রতিবেদন নিয়ে মায়ের আপত্তি খারিজ

আজাদী ডেস্ক | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন মর্মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন গ্রহণ করে আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার সালমান শাহ’র মা নীলা চৌধুরীর পক্ষে তার আইনজীবী ফারুক আহাম্মদের করা নারাজি আবেদন খারিজ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন। এর মাধ্যমে ২৫ বছর পর সালমান শাহ যে আত্মহত্যা করেছেন, সেই প্রতিবেদন আদালতে গৃহীত হলো। এদিকে তার আইনজীবী ফারুক আহাম্মদ গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন জমা দেন। শুনানি শেষে বিচারক মামুনুর রশিদ তা খারিজ করে দেন। তিনি বলেন, তিনি (নীলা চৌধুরী) সশরীরে হাজির হননি। তার স্বাক্ষরও আমরা নারাজি আবেদনে নিতে পারিনি। সে কারণে এই নারাজি আবদেন খারিজ করে দিয়েছেন বিচারক। নীলা চৌধুরী সুস্থ হয়ে দেশে ফিরলে আবার আবেদন করা যাবে। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।
তিন দফা তদন্তের পর সালমান শাহ’র মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলা হলেও তা মানতে রাজি নন তার পরিবার। তার মায়ের দাবি এটি ‘হত্যাকাণ্ড’। সর্বশেষ তদন্তকারী সংস্থা পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে বলে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ আর স্ত্রী সামিরা হকের কারণে মা নিলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ভুগেই অভিমানী সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এর আগেও সিআইডি এবং বিচারিক তদন্তেও একই কথা বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই তা প্রত্যাখ্যান করে পুনঃতদন্ত চায় সালমান শাহ’র পরিবার।
গতকাল পিবিআইয়ের প্রতিবেদনের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী সালমান শাহ’র মা লন্ডনে থাকায় তার পক্ষে আইনজীবী নারাজির আবেদন করেন। পাশাপাশি নীলা চৌধুরীর রেকর্ড করা জবানবন্দি উপস্থাপনের জন্য আদালতের অনুমতি চান তিনি। এছাড়া মামলায় এক আসামির ভিডিও রেকর্ডের কপি চেয়ে আরেকটি আবেদন করেন। শুনানি শেষে বিচারক সব আবেদনেই খারিজ করে দেন বলে আইনজীবী ফারুক জানান।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের পাঁচ পাট কল ইজারা দেওয়ার প্রক্রিয়া
পরবর্তী নিবন্ধস্বর্ণের বারের তথ্য জানতেই বন্ধুকে খুন