আত্মহত্যা নয়, অন্তঃসত্ত্বা নিশা খুনের শিকার বলে দাবি

মোহরায় গৃহবধূর মৃত্যু নিয়ে সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরার হামিদচরের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিশা আকতারকে যৌতুকের দাবিতে হত্যা করে আত্মহত্যার মিথ্যা নাটক সাজানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছেন স্বজনরা। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিশা আকতারের মামাতো বোন সাবরিনা আকতার বলেন, চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন গৃহবধূ নিশা আকতার। তিনি আত্মহত্যা করেননি বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত স্বামী ইমরান শাহ ও তার পরিবারের সদস্যরা। ঘটনা থেকে নিজেদের আড়াল করতে তারা আত্মহত্যার নাটক সাজিয়েছে। তিনি আরো বলেন, ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় গিয়ে হত্যা মামলা দায়ের করতে গিয়েও ব্যর্থ হতে হয়। পুলিশ মামলাটি আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে গ্রহণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঝুলন্ত অবস্থায় না পেলেও মামলার এজাহারে উল্লেখ করেছে- লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। সাবরিনা বলেন, আমরা মামলাটি ৩০২ ধারায় রূপান্তরের দাবি জানাচ্ছি। তাছাড়া পুলিশ এখনো আমাদের সুরতহাল রিপোর্ট দেয়নি। আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় ময়নাতদন্ত রিপোর্ট প্রভাবিত করার আশঙ্ক্ষা রয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। পাশাপাশি মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন সাবরিনা আকতার। উল্লেখ্য, গত ১৭ আগস্ট চান্দগাঁও থানাধীন মোহরার হামিদচর এলাকায় চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিশা আকতারের লাশ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি জামাতের ডাকে আন্দোলনের জোয়ার এখন ভাটায় পড়েছে
পরবর্তী নিবন্ধউত্তর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ