আত্মসাধনা

স্বর্ণা তালুকদার | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

প্রকৃতপক্ষে মানুষের সুখ ও শান্তি আসে আত্মসাধনার দ্বারা। কিন্তু মানুষ স্বপ্ন পূরণ ও পরিবর্তনের শর্তগুলো বারংবার ভুলে যায়। সমাজে যারা জাত্যাভিমানী, গোত্র অভিমানীতারা সুখ শান্তি আনন্দ পায় না, তাদের যশোরাশি দিনদিন ক্ষয় পেতে থাকে। হিংসাপরায়ন ব্যক্তিরা পাপকর্মের ফলে পরাজিত হয়ে যায়।

পণ্ডিত ব্যক্তিরা সব বুঝতে পারে, ভালকে গ্রহণ করে, খারাপকে বাদ দেয়। সঠিক সময়ে সঠিক কাজ করলে ভালো হয়, পরনিন্দা না করে সবার মধ্যে আত্মনিয়ন্ত্রণ করাটা মঙ্গলজনক। মন হলো সুখের চাবিকাঠি। সকলের মনে আছে সম্ভাবনার খনি। সবাই কোনো না কোনো কিছুতে পারদর্শী। সঠিকভাবে পথের দিকে এগিয়ে চললে জয় সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধমান সম্মান
পরবর্তী নিবন্ধযাপন