র্যাবের পক্ষ থেকে গতকাল শনিবার সকালে বাঁশখালীর আত্মসমর্পণকারি আলোর পথের যাত্রীদের (জলদস্যু) মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনের পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ–উল–আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে র্যাব–৭ এর উদ্যোগে তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি মতবিনিময় সভার আয়োজন করে।
এ সময় র্যাব–৭, চট্টগ্রাম অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম, র্যাব–৭, চট্টগ্রামের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার, বাঁশখালী উপজেলা সহকারি কমিনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।