আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যে নিহিত এতিম লালন-পালনের সার্থকতা

তনজিমুল মোছলেমীন এতিমখানায় ধর্ম উপদেষ্টা

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এতিম শিশুদের শুধু ভরণপোষণ দেওয়াই যথেষ্ট নয়, বরং তাদের স্বাবলম্বী করে তোলা প্রয়োজন। তাদের এমনভাবে তৈরি করতে হবে যেন তারা নিজেরাই তাদের ভবিষ্যৎ গড়তে পারে, সমাজের সম্পদ হয়ে উঠে। আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালনপালনের সার্থকতা। গত ৬ জুলাই মহানগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, এতিম প্রতিপালনে দুনিয়াআখেরাত উভয় জগতের কল্যাণ সাধিত হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও এতিমদেরকে যারা উপেক্ষা করে নিজে ভালো থাকতে চায়, তাদেরকে অভুক্ত রেখে নিজে তৃপ্তিসহকারে খেতে চায়, মহানবী (সা.) তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেননি। তিনি এতিম নিবাসীদেরকে নিজের পায়ে দাঁড়াতে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করায় তনজিমুল মোছলেমীন এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তনজিমুল এতিমখানা পরিচালনা কমিটির সহসভাপতি অধ্যাপক নইম কাদেরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরওয়ার আলম, এতিমখানার সাধারণ সম্পাদক অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, আল হেজায ফাউন্ডেশনের সহসভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমাম হোসাইন (রা.) ন্যায় ও সত্যের পথে আপসহীন ছিলেন
পরবর্তী নিবন্ধবন্দর পতেঙ্গা এলাকায় যানজট নিরসনে সভা