আত্মদীপ জ্বালিয়ে সবার মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে

শঙ্করমঠে আলোচনা সভায় তপনানন্দ গিরি

| মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৭:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ বলেছেন, আত্মদীপ জ্বালিয়ে সবার মাঝে মনুষ্যত্ববোধ ও মানবিকবোধ জাগ্রত করতে হবে। এজন্য দরকার সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। অধার্মিকের আত্ম অহংকারে সমাজ আজ কলুষিত। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে আলোকিত সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। তিনি গত ১৮ নভেম্বর সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে অখণ্ড গীতাপাঠের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের ৩য় দিনে ‘উদার মানবতাবাদী জীবন গঠনে শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে পৌরহিত্য করেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ। প্রধান অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক অসিত সেন। প্রধান আলোচক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন পলাশ কান্তি নাথ রণী, সন্তোষানন্দ গিরি মহারাজ, জগদীশ্বরানন্দ গিরি মহারাজ, তাপস অধিকারী, শুভাশীষ চৌধুরী, মাস্টার শিবু দাশ, অমর কান্তি শীল, বিপ্লব নন্দী। দিলীপ কুমার শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাস্টার অজিত কুমার শীল।শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের ১ শতাংশ ধনী ৬৬ শতাংশ গরিবের চেয়ে বেশি কার্বন নির্গত করে
পরবর্তী নিবন্ধশিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে