নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার ৩৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক এক অভিযানে তার আরও দুই ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নগরীর দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। গ্রেপ্তারকৃতরা হলেন, শিহাব উদ্দীন, মোহাম্মদ রিয়াদ হোসেন ও মোহাম্মদ মীর হোসেন প্রকাশ লিংকন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তারা পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার লুটের ঘটনায় জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর তাদের নিয়ে অবশিষ্ট ৬টি স্বর্ণের বার উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শিহাব উদ্দিনের হেফাজত থেকে স্বর্ণ ছিনতাইকালে ব্যবহৃত একটি ইয়ামাহা আর–১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বার্মা সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইন, প্রতারণা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন এবং মারামারি ও জখমসহ মোট ৩৪টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে। তার সহযোগী শিহাব উদ্দিনের বিরুদ্ধেও প্রতারণা ও দস্যুতাসহ মোট ৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি, প্রতারণার ২টি, চাঁদাবাজি ও ছিনতাই মামলা ৫টি, অপহরণ মামলা ১টি, দস্যুতা ১টি, বিশেষ ক্ষমতা আইন মামলা ৩টি, বিস্ফোরক আইনে ২টি, মারামারি ও জখম সংক্রান্ত মামলা১৮টিসহ মোট ৩৪ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি গ্রেফতারি পরোয়ানা মূলতবী ছিল। তার সহযোগী শিহাব উদ্দিনের বিরুদ্ধে ৫টি প্রতারণা মামলা ও ১টি দস্যুতাসহ মোট ৬টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাসী সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলের নেতৃত্বে তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংঘটিত করে আসছিল। উল্লেখ্য, স্বর্ণের বার লুণ্ঠনের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার, ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদেরকে পাঁচলাইশ থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে পাঁচলাইশ থানা পুলিশ পৃথক একটি অভিযান চালিয়ে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ দুই সহযোগীকে গত ১৩ জানুয়ারি হিলভিউ থেকে গ্রেপ্তার করে। তারা হলেন মোহাম্মদ রিয়াদ হোসেন (২৮) ও মোহাম্মদ মীর হোসেন ওরফে লিংকন (৩১)। পুলিশ জানায়, রিয়াদ হোসেনের বিরুদ্ধে চুরি ও দস্যুতাসহ ৫টি মামলা এবং মীর হোসেন ওরফে লিংকনের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসহ ৫টি মামলা রয়েছে। তাদেরও যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।












