আতুরার ডিপোতে ফোম কারখানায় আগুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশের আতুরার ডিপো এলাকায় হোম টেক্স লিমিটেড নামের একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও প্রতিষ্ঠানটির প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বায়েজিদ ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা অভি বড়ুয়া আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের সভা
পরবর্তী নিবন্ধসাগর উপকূলে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির লাশ