বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত ও সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক। জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলাটি করেছেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্বে থাকা আতিউর রহমান ও আবুল বারাকাতকে এ প্রথম কোনো দুর্নীতির মামলায় আসামি করা হল। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১ এ মামলাটি করা হয়েছে বলে তথ্য দিয়েছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। খবর বিডিনিউজের।
জমি অতিমূল্যায়ন করে ঋণ জালিয়াতির অভিযোগে করা এই মামলায় বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের তৎকালীন আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলেছেন দুদকের এই কর্মকর্তা। এজাহারে ঘটনার সময়কাল হিসেবে দেখানো হয়েছে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাতে মামলার এজাহারে বলা হয়েছে, অ্যাননটেক্স গ্রুপের কর্ণধার ইউনুছ বাদল একাই। তার মূল ব্যবসা বস্ত্র উৎপাদন ও পোশাক রপ্তানি। ২০০৪ সাল থেকে জনতা ব্যাংকের শান্তিনগর শাখায় প্রথম ব্যাংকিং সুবিধা গ্রহণ করে অ্যাননটেঙ গ্রুপের জুভেনিল সোয়েটার। ওই শাখার বেশি ঋণ দেওয়ার ক্ষমতা না থাকায় ২০০৮ সালে জনতা ভবন করপোরেট শাখায় ঋণটি স্থানান্তর করা হয়। ২০১০ সাল থেকে নতুন নতুন প্রতিষ্ঠান খুলে ঋণ সুবিধা নেওয়া শুরু করেন বাদল।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত, সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, মো. আবু নাসের, মিসেস সঙ্গীতা আহমেদ, নিতাই চন্দ্র নাথ ক্ষমতার অপব্যবহার করে ঋণ পেতে ও আত্মসাতে সহায়তা করেছেন।