আড্ডাবাজির গান নিয়ে এলো ‘সোলস’

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১২:০৯ অপরাহ্ণ

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। ব্যান্ডটি ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় সোলস তাদের তৃতীয় গান ‘যদি দেখো’ ভিডিওসহ প্রকাশ করেছে। গানটি লিখেছেন সিডনি প্রবাসী ইফতেখার সুজন। সুর ও সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। এদিকে, ১৫ দিন পর পর সোলসের নতুন গান ও ভিডিও প্রকাশ হবে বলে জানিয়েছে ব্যান্ডটির সদস্যরা। ‘যদি দেখো’ গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, কয়েকবছর আগে অস্ট্রেলিয়ায় শো করার সময় আমরা সিডনি প্রবাসী ইফতেখার সুজনের সঙ্গে গানটি তৈরি করি। খবর বিডিনিউজের।

আড্ডার ছলে গান হয়েছে, তাই আমরা নামকরণ করেছি আড্ডাবাজি। আড্ডাবাজি প্রসঙ্গে গায়ক ও সুরকার বলেন, আমরা দেশে এবং বিদেশে কিছু মিউজিশিয়ান, গায়কগায়িকা এবং গীতিকারদের সঙ্গে কাজ করেছি। এটি হচ্ছে আমাদের প্রথম প্রয়াস। তাই এটা আড্ডাবাজি০১।‘যদি দেখো’ ছাড়াও এর আগে ‘কিতা ভাইসাব’ ও ‘রিক্সা’ শিরোনামে দুটি গান প্রকাশ হয়েছে। ‘যদি দেখো’ গানটি সোলসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধমদ্যপ নোবেল দুর্ঘটনার শিকার
পরবর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি শুরু