আটকা পড়া দেড়শ পর্যটক ফিরেছেন গন্তব্যে

বান্দরবানে কারফিউ শিথিল

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৪:৪৫ অপরাহ্ণ

বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শিথিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় কারফিউ শিথিল ঘোষণা করেন জেলা প্রশাসক। অপরদিকে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় কারফিউতে বান্দরবানে আটকা পড়া দেশ শতাধিক পর্যটক জেলা প্রশাসনের সহযোগিতায় ফিরেছেন গন্তব্যে।

আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা জানান, কারফিউতে যানবাহন চলাচল বন্ধ থাকায় বান্দরবান জেলায় বেড়াতে আসা দেড় শতাধিক পর্যটক আটকা পড়েন। তারা পরিবার নিয়ে হোটেলেই অবস্থান করেন কয়েকদিন। হোটেল গার্ডেন সিটির মালিক মো: জাফর আলম বলেন, আমার হোটেলেই আটকা পড়েছিল ২৫ জন পর্যটক। অর্থ ও দোকানপাট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছিল। তবে কারফিউ শিথিল হওয়ায় প্রশাসনের সহযোগিতায় তারা বাড়ি ফিরে গেছেন মঙ্গলবার সকালে। নিরাপদে গন্তব্যে পৌঁছানোর পর ফোন করে কৃতজ্ঞতাও জানিয়েছেন পর্যটকরা।

এদিকে মঙ্গলবার স্থানীয় সার্কিট হাউজে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক জরুরি সভাও অনুষ্ঠিত হয়। টানা পঞ্চমদিনে বান্দরবান জেলায় মঙ্গলবার সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় কারফিউ শিথিল ঘোষণা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে বিটিসিএল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে।

এদিকে কারফিউ শিথিল করায় জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। খুলেছে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানও। তবে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা এবং টহল জোরদার রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, আটকা পড়া পর্যটকরা নিরাপদে গন্তব্যে ফিরে গেছেন। জেলার সার্বিক পরিস্থিতি বিবোচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় কারফিউ শিথিল ঘোষণা করা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা, টহল জোরদার ও ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাশকতার মামলায় চন্দনাইশে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় যুবদল ছাত্রদল ও শিবিরের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার