আল্লামা রইস উদ্দীন হত্যার বিচার ও গ্রেপ্তারকৃত ইসলামী ছাত্রসেনার কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ইসলামি ছাত্রসেনা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় চট্টগ্রাম চেরাগি মোড়স্থ সালমা ভবন ২য় তলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইসলামি ছাত্রসেনা নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অবিলম্বে আল্লামা রইস উদ্দীন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিসহ একই সঙ্গে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন– ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন– ইসলামী ছাত্রসেনা মহানগর সভাপতি রাসেদুল ইসলাম রাসেল। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন –ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি মুনির উদ্দীন, অর্থ সম্পাদক এস এম ইসমাইল, উত্তর জেলার সভাপতি ছাত্রনেতা মোরশেদ রেজা, দক্ষিণ জেলার সভাপতি মাসরুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক এইচ এম ফোরকান উদ্দীন, মুহাম্মদ মহিউদ্দিন, হাসান ইমাম, জিল্লুর রহমান, মামুনুর রশীদ, মুরাদ হাসান, ইসতিয়াক রাহিব ও ফখরুল সাজ্জাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।