আট দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নগরীর স্যানমার ওশান সিটিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পণ্যের মূল্য তালিকা না থাকা ও ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করার দায়ে আটটি দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে এ অভিযানে একটি জুতার দোকান, তিনটি কাপড়ের দোকান ও চারটি কসমেটিকসের দোকানকে এসব জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানে নেতৃত্ব দেন। এ বিষয়ে তিনি আজাদীকে বলেন, ঈদকে সামনে রেখে কেনাকাটা করছে সাধারণ মানুষ। তারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে এবং পণ্যের মূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই লক্ষ্যে স্যানমার ওশান সিটিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে দেখা যায়, প্রায় দোকানে মূল্য তালিকা নেই। পণ্য বিক্রি হচ্ছিল ক্রয় মূল্যের চেয়ে বেশি মূল্যে। এসব কারণে তিনটি কাপড়ের দোকানসহ মোট আটটি দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছি এবং সতর্ক করেছি। ম্যাজিস্ট্রেট বলেন, নগরীর অন্যান্য মার্কেটগুলোতেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতাপদাহে লোডশেডিং যন্ত্রণা
পরবর্তী নিবন্ধকোথাও বাড়ির উঠান, কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই চুল্লি