আট দাবিতে চবির আলাওল হলে তালা

নেপথ্যে হলের সংস্কার কাজে তদারকি

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

পানির ফিল্টার স্থাপন, টয়লেট সংস্কার ও ওয়াই-ফাই সংযোগসহ ৮ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১১টার দিকে হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, আলাওল হলে টয়লেটের অবস্থা খুবই খারাপ। অপরিষ্কার থাকায় টয়লেটে যাওয়া যায় না। ইন্টারনেট সংযোগের জন্য হলে ওয়াই ফাই লাইন থাকলেও তা কাজ করে না। আবার হল প্রভোস্ট নিয়মিত হলে না আসার অভিযোগও করেন শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো, আগামী ৭ কর্মদিবসের মধ্যে হলের টয়লেট সংস্কার, প্রতিটি ব্লকে একটি করে পানির ফিল্টার স্থাপন, প্রতি মাসে একবার পানির ট্যাংক পরিষ্কার, হলের সামনে হাউজের পানি নিয়মিত পরিষ্কার, হলের প্রতি ব্লকে ওয়াই-ফাই স্থাপন, চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করা, হলের কর্মচারীদের কাজের তদারকি ও প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। জানা যায়, প্রশাসনকে চাপে রাখতে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মোহাম্মদ ইলিয়াসের অনুসারীরা হলের অফিস কক্ষে তালা দিয়েছে বলে জানা যায়। আলাওল হল সংস্কারের কাজ পেয়েছে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সংস্কারের জন্য আলাওল হলের বাথরুমগুলো ভেঙ্গে সপ্তাহখানেক কাজ না করায় ভুগতে হচ্ছে শিক্ষার্থীদের। তাই সপ্তাহখানেক পর কাজ করতে এলে একটি পক্ষ সংস্কার কাজে বাধা দেয়। পরে ইলিয়াসের অনুসারীরা দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবিসহ বেশকিছু শর্তে হলের অফিস কক্ষে তালা দেন। এছাড়া সংস্কার কাজে কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করায় কর্তৃপক্ষকে চাপে রাখতেও তালা দেওয়া হয় বলে জানা যায়।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, এখানে আমার কোনও অনুসারী নেই। সাধারণ শিক্ষার্থীরা পানি পাচ্ছে না। তারা তাদের দাবিগুলো লিখিতভাবে জানিয়েছে। এখানে ছাত্রলীগের কিছু না। এ ব্যাপারে আলাওল হলের প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ ফরিদুল আলমকে ফোন দিলে ব্যস্ত আছি বলে রেখে দেন।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগ নেতাকে মারধর করে দোকানে বন্দি
পরবর্তী নিবন্ধমহেশখালীতে বসতঘরে আগুন শিশুর মৃত্যু