আট কার্যদিবসে টিকা নেন ১ লাখ ১৩ হাজার

দ্বিতীয় ডোজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল রোববার করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ হাজার ৮৮৫ জন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় ৯ হাজার ৭১৮ জন ও নগরীতে ১০ হাজার ১৬৭ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৮ কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ১৩ হাজার ১৯৬ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গতকালও জেলায় ৫২১ জন ও নগরীতে ৫৮৩ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৫৮০ জন। এর মধ্যে রয়েছেন নগরীতে ২ লাখ ৪৭ হাজার ৯৮১ জন ও জেলায় ১ লাখ ৯৬ হাজার ৫৯৬ জন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধইফতার রাঙাতে ক্ষতিকর রং
পরবর্তী নিবন্ধ২১ এপ্রিলের পর দোকানপাট খুলে দেয়ার দাবি ব্যবসায়ীদের