আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির আয়োজনে মাসিক দরস–এ–বেলায়েত মোতলাকা মাহফিল গত ৩০ সেপ্টেম্বর দেওয়ানহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মেহমান ছিলেন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী। বক্তব্য রাখেন ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আঞ্জুমান, জেলা সমন্বয় কমিটিসহ বিভিন্ন দায়রা ও শাখার খাদেমবৃন্দ।