আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর উদ্যোগে গাউছুল আজম মাইজভান্ডারীর আওলাদদের সাথে মতবিনিময় সভা গত ২ ডিসেম্বর নগরীর আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে আগামী ৬ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চট্টগ্রাম কেন্দ্রে শান–এ গাউছুলআজম মাইজভাণ্ডারী ফোরামের প্রয়াত চেয়ারম্যান ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.) স্মরণসভা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী। বক্তব্য রাখেন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, সৈয়দ মীর মোহাম্মদ জসিম উদ্দিন, প্রফেসর সৈয়দ শফিউল গণি চৌধুরী, সৈয়দ মোহাম্মদ হোসাইন, গোলাম মাওলা, এম মামুনুর রশিদ আমিরী, সৈয়দ কুতুব উদ্দিন, সৈয়দ সাইফুল্লাহ ফারুকী, সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, সৈয়দ আবরার ইবনে সেহাব, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, সৈয়দ মোহাম্মদ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী, সৈয়দ মোহাম্মদ কায়েস আমিরী, শাহজাদা নিজামুল করিম সুজন, শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এয়াকুবী, সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী, সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, সৈয়দ নেওয়াজ উজ্জামান আমিরী, সৈয়দ আমির উদ্দিন আমিরী, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।










