আঞ্জুমানে প্রদত্ত এ্যাম্বুলেন্স পরিদর্শনে সিএমপি কমিশনার

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:০০ অপরাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামকে ইষ্টার্ণ ব্যাংক কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স পরিদর্শন করেন সংস্থার সভাপতি ও সি এম পি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। পুলিশ কমিশনার উক্ত এ্যাম্বুলেন্স প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ইষ্টার্ণ ব্যাংকের চেয়ারম্যান শওকত আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জনকল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানের সহ-সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার সানা সামীনুর রহমান, আঞ্জুমানের নির্বাহী সদস্য ও উপ পুলিশ কমিশনার সিএমপি, মো আমির জাফর, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী ও সহকারী পরিচালক মো. সেলিম নাসের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১০৮
পরবর্তী নিবন্ধকোভিড পরবর্তী শারীরিক জটিলতা চিকিৎসায় বিশ্ব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে