আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমি মাদরাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশের সাধারণ পরিষদ, মজলিসে শূরা ও পরীক্ষা কমিটির এক যৌথ–অধিবেশন গতকাল সকাল ১০টায় নগরীর চান্দগাঁও হাজিরপুলস্থ জামিয়া দারুল মাআরিফ আল–ইসলামিয়ায় অনুষ্ঠিত হয়।
বোর্ডের সভাপতি আল্লামা সুলতান যওক নদভীর সভাপতিত্বে অধিবেশনে বোর্ডের অন্তর্ভুক্ত ছয় শতাধিক মাদরাসার প্রতিনিধি, বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মকর্তা, মজলিসে শূরার সদস্য প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বিভিন্ন মাদরাসার প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা বর্তমান সরকারের কাছে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে দেশের সংখ্যাগরিষ্ট মানুষের ধর্মীয় মূল্যবোধের আলোকে গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ ফেনী, কুমিল্লা ও নোয়াখালীসহ বন্যাদুর্গত এলাকায় তাৎক্ষণিকভাবে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের ত্রাণ–তৎপরতা, কেন্দ্রীয় পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও বার্ষিক অর্থ–প্রতিবেদন নিয়ে সন্তোষ প্রকাশ করে মহাসচিব আল্লামা ওবাইদুল্লাহ হামযার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তব্য রাখেন ইত্তেহাদের সিনিয়র সহসভাপতি আল্লামা ফুরকান উল্লাহ খলীল, আল্লামা মুহাম্মদ মুসলিম, মুফতি কেফায়েতুল্লাহ শফীক, মুফতি আহমদুল্লাহ, আল্লামা লোকমান হাকিম, আল্লামা আবদুল জলীল, মাওলানা নুরুল কবীর, হাফেজ সালাহুল ইসলাম, মাওলানা ফয়েজুল্লাহ, আল্লামা শামসুল হক, আল্লামা আফসার উদ্দীন চৌধুরী, আল্লামা মুফতি এনামুল হক, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুহসিন শরীফ, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।