আঞ্জুমানে আশেকানে মদিনার মাহফিল আজ

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২২ পূর্বাহ্ণ

আঞ্জুমানে আশেকানে মদিনার উদ্যোগে খাজা গরিবে নেওয়াজ মাহফিল, গেয়ারবী শরীফ, বারবী শরীফ, ছয় শরীফ ও মিলাদ মাহফিল আজ বুধবার বাদে মাগরিব চকবাজার জয়নগর ২ নং গলির বাগদাদিয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য পীরে তরিক্বত শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুয়াবিল সিদ্ধাশ্রম মঠে উৎসব ২৭ ফেব্রুয়ারি শুরু
পরবর্তী নিবন্ধবিমানের নতুন এমডি আবু সালেহ মোস্তফা