আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যাকাত ফান্ডে চেক প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার দৈনিক আজাদী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাতে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, দৈনিক আজাদীর ম্যানেজার মঈনুল আলম বাদল, চীফ রিপোর্টার হাসান আকবর, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম, সাইট ইঞ্জিনিয়ার মো. সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












