আঞ্চলিক-এর শুভ সূচনা

গৌতম কানুনগো | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাংলা সাহিত্যে কবিতা, গল্প, নাঠক, প্রবন্ধ ইত্যাদি নানা শাখার মধ্যে ছড়াই গন মানুষের বেশী কাছাকাছি। ছড়ার রয়েছে প্রাচীন ইতিহাস। ছড়াকে বলা হয় “প্রাচীন ললিতকলা”। শিশুর খেলামেলার বিষয় যেমন ছড়ার উপজীব্য তেমনি দেশ, সমাজ, রাজনৈতিক বিষয়ের চিত্রও ছড়ায় ফুটে ওঠে। আধুনিক কবি ও সাহিত্যিকরা অতি নিপুণভাবে ছড়া নির্মাণ করে চলেছেন। এ প্রসংগে বিশেষভাবে সুকুমার বড়ুয়ার কথা উল্লেখ করা যায়। বাংলাদেশে প্রথম ছড়া উৎসব বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে।
গত ১লা সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরননাহার মিলনায়তনে ১ম আঞ্চলিক ছড়া সংকলন আঞ্চলিক- এর মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট শিশুসাহিত্যিক সজল দাশ প্রধান সম্পাদক এবং কবি ও ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া নির্বাহী সম্পাদক। অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন সজল দাশ, অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক কবি ও সাংবাদিক রাশেদ রউফ। তিনি বলেন ছড়ার ইতিহাসে এটি একটি মাইলফলক। অনুষ্ঠানে নির্ধারিত আলোচক ছিলেন নাট্যজন সনজীব বড়ুয়া, কবি সাংবাদিক ওমর কায়সার এবং সংগঠক সনজিত আলম। তাঁরা বলেন, আঞ্চলিক ভাষা হচ্ছে সহজাত, আঞ্চলিক ভাষার শক্তি অপরিসীম। প্রত্যেকটি ভাষার নিজস্ব সংস্কৃতি রয়েছে। যে ভাষার চর্চা যত বেশী হবে সে ভাষা তত দীর্ঘজীবী হবে। আঞ্চলিক ছড়া পাঠ ও কথামালায় অংশগ্রহণ করেন, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, রাসু বড়ুয়া, জসীম মেহবুব, অপু বড়ুয়া, আখতারুল ইসলাম, অমিত বড়ুয়া, ওমর ফারুখ নাজমুল, বিশ্বজিৎ বড়ুয়া, কেশব জিপসী, শান্তময় বিশ্বাস, ইফতেখার মারুফ, সুবর্ণা দাশ মুনমুন, সেলিনা আকতার খানম, মিজানুর রহমান শামীম, আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, দীপক বড়ুয়া, রানা কুমার সিংহ, র্মাজিয়া খানম ছিদ্দিকা, নান্টু বড়ুয়া, শিপ্রা দাশ, অধ্যাপক মৃণালিনী চক্রবর্ত্তী এবং অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া। আঞ্চলিক গান পরিবেশন করেন স্বর্না তালুকদার, রুনা তাসমিনা এবং বনশ্রী বড়ুয়া। আঞ্চলিক ছড়া আবৃত্তি করেন সোমা দাশ। চাঁদপুরের আঞ্চলিক ভাষায় গান করেন গোলাম নবী পান্না দরাজ কন্ঠে গান পরিবেশন করে মিলনায়তনে উপস্থিত সাহিত্য প্রেমীদের তিনি মাতিয়ে রাখেন এবং প্রচুর হাততালি পান। সঞ্চালনা করেন কবি ও ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া ।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক ব্যবহারে সতর্ক হোন
পরবর্তী নিবন্ধআত্মবেদ