অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা)’র চতুর্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শুক্রবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। খবর বাংলানিউজের।
২০২৪–এর ঈদুল ফিতর থেকে ২০২৫–এর ঈদুল ফিতর পর্যন্ত দেশের সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান, নাচ ও কনটেন্ট ক্রিয়েশনের ওপর বাইফা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নিজস্ব ওয়েব সাইটে যথাযথ দর্শক ভোট ও বিজ্ঞ জুরি বোর্ডের রায়ে পপুলার ও জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় দেশ সেরা শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের। গত বছর তৃতীয় সিজন থেকে বাইফা আজীবন সম্মাননা প্রধান শুরু করে।
এবার আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ দুই তারকা শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। শিবলী মোহাম্মদ দেশের বাইরে থাকলেও তিনি পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ভিডিও বার্তা দিয়েছেন, যা আগামীকাল অনুষ্ঠানে দেখানো হবে। শামীম আরা নীপাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সুখবরটি দেন বাইফা চতুর্থ সিজনের পরিচালক পর্ষদের দুই সদস্য জনপ্রিয় মডেল অন্তু করিম ও সাংবাদিক আল মাসিদ (রণ)। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীপা বলেন, আজীবন সম্মাননা তারাই পান যারা পুরোটা জীবন তার কর্মে একনিষ্ঠ থাকেন ও দেশের জন্য কিছু করেছেন। আমাকে সেই সম্মাননা প্রধান করায় নিজের কর্মজীবনের সার্থকতা অনুভব করছি। দেশের একমাত্র নৃত্যশিল্পী হিসেবে লাক্সের মডেল হওয়ার নজির শুধু তারই আছে। নৃত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন একুশে পদক (২০১৭), মেরিল প্রথম আলো পুরস্কার, লাক্স–চ্যানেল আই আজীবন সম্মাননাসহ বহু সম্মাননা।
এদিকে, শিবলী মোহাম্মদ বাংলাদেশের আরেক খ্যাতিমান নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক। শিবলী মোহাম্মদ বিদেশের বহু আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়ে নৃত্যশিল্পে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এর মধ্যে উল্ল্যেখযোগ্য–একুশে পদক, শিল্পকলা পদক, ইউনেস্কো পদক, মেরিল–প্রথম আলো পুরস্কার, লাক্স–চ্যানেল আই আজীবন সম্মাননা।