আজীবন ভাবনা কেন নায়িকাই থাকতে চান?

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চলতি সময়ের অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। অভিনয় ছাড়াও আঁকাআঁকি ও লেখালেখির মাধ্যমে নজর কেড়েছেন তিনি। ওটিটি এবং সিনেমা মিলিয়ে বর্তমানে তার হাতে একগুচ্ছ কাজ রয়েছে। সবগুলোতেই তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। খবর বাংলানিউজের।

সমপ্রতি এক সাক্ষাৎকারে ভাবনা জানিয়েছেন, তিনি আজীবন নায়িকা হয়ে থাকতে চান। কখনো পার্শ্বচরিত্রে অভিনয় করবেন না। ভাবনার কথায়, দেশে নারীদের নিয়ে গল্প কম হয়। এমন চরিত্রে কাজ করা আমার জন্য বড় সুযোগ। আমি সব সিনেমাতেই প্রধান চরিত্রে আছি। সিনেমায় কাজ করলে নায়িকা হয়েই করব। তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করা কলিগদের সম্মান জানিয়ে বলেন, আমি কোনো চরিত্রকেই ছোট করতে চাই না। কিন্তু আমাদের দেশে একবার পার্শ্বচরিত্রে নাম লেখালে প্রযোজকপরিচালকেরা সেই চরিত্রের জন্যই ডাকবেন। তাই ভবিষ্যতের কথা ভেবে পার্শ্বচরিত্রে কাজ ভাবি না।

নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন আশনা হাবিব ভাবনা। এরপর ছোট পর্দার অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা ও প্রশংসা অর্জন করেন। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন ভাবনা। সমপ্রতি তিনি শেষ করেছেন একটি ওয়েব সিরিজের কাজ। এতে তার সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। এটি পরিচালনা করেছেন সুমন ধর।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবতে পারছে না ডব্লিউসিএ
পরবর্তী নিবন্ধ‘তেল ছাড়া পরোটা’ নাটকে যুক্ত হলেন মোশারফ