আজিজুল হক চৌধুরী

| শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার দরবেশকাটার বিশিষ্ট ব্যক্তিত্ব আজিজুল হক চৌধুরী (৭০) গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও মাতামুহুরী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আকিদুল হক চৌধুরীর পিতা। আজ শনিবার বাদে জোহর দরবেশ কাটা মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে আজিজুল হক চৌধুরীর ইন্তেকালে চকরিয়া উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, চকরিয়া পৌরসভা ছাত্রদল, মাতামুহুরী উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল এবং চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএস এম ফরিদ
পরবর্তী নিবন্ধগণসংগীতের মাধ্যমে জাগ্রত করতে হবে মানুষকে